মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট আটক
তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
প্রথম নিউজ, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর থেকে অনলাইন জুয়ার এজেন্ট বিজয় শেখকে আটক করেছে ডিবি ও মুজিবনগর থানা পুলিশ। বুধবার (৭ জুন) রাতে মুজিবনগর থানার এসআই আশিক মুজিবনগর মুক্তিযোদ্ধা সংসদ ভবন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক বিজয় শেখ শিবপুর গ্রামের মৃত শাহাদুল শেখের ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশিক অভিযান চালিয়ে একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ব্র্যান্ডের মোবাইলসহ বিজয় শেখকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ডিবির ওসি সাইফুল আলম জানান, অনলাইন জুয়ার এজেন্ট বদরুদ্দোজা রয়েলকে আটক করা হয়েছিল গত বছরের ২৪ আগস্ট। রয়েল পুলিশের কাছে বিজয় শেখসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি স্বীকারোক্তি দিয়েছিলেন। সেই স্বীকারোক্তি অনুযায়ী তদন্তে বিজয় শেখের সম্পৃক্ততার সত্যতা মেলে। বিষয়টি মুজিবনগর থানাকে জানালে মুজিবনগর থানা পুলিশ তাকে আটকের পর আমাদের কাছে হস্তান্তর করে। আমরা তার কাছ থেকে আইফোন ১৪ প্রো ম্যাক্স ব্র্যান্ডের একটি মোবাইল সিমসহ জব্দ করেছি। মোবাইলে অনলাইন জুয়ার প্রাথমিক তথ্য মিলেছে। বিকেলে আদালতে তোলা হবে। আরও জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে রিমান্ডের আবেদন জানাবো।