‘গণপিটুনিতে’ যুবক নিহত, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা

স্বজনদের অভিযোগ পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।

‘গণপিটুনিতে’ যুবক নিহত, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা

প্রথম নিউজ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল চুরির অভিযোগে ‘গণপিটুনিতে’ রাজু খান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে তার স্বজনদের অভিযোগ পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।

আজ রোববার রাত ৩টায় টুঙ্গিপাড়া উপজেলা সদরের পশু হাসপাতালের ভেতর এ ঘটনা ঘটে। নিহত রাজু খান টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের সাদেক খানের ছেলে। নিহতের চাচা আক্কেল আলি খানের অভিযোগ, পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে।

এদিকে কোটালীপাড়া থানায় নিহত রাজু খানের নামে ২০২১ সালে একটি চুরির অভিযোগ ছিল বলে জানান টুঙ্গিপাড়া থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর আফজাল শাহীন।

পুলিশ বলছে, গতরাতে পশু হাসপাতালের কাছে এক বাসায় চুরি করতে গেলে জনগণের হাতে ধরা পড়েন ওই যুবক। পরে সেখানে তাকে গণপিটুনি দেয়া হলে মারাত্মক আহত হন। আহত অবস্থায় টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান, নিহতের বিরুদ্ধে একাধিক মোবাইল চুরির অভিযোগ রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom