মগবাজারে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

 মগবাজারে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মগবাজারে ১০ তলার ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঘটে এ ঘটনা।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার শাহ জানান, ওই নারী মিরপুর জোনের ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মী ছিলেন। তিনি সেখানে ১৫-১৬ মাস ধরে কাজ করতেন।

ওসি জানান, বেলা সাড়ে ১১টার দিকে ১০ তলায় ছাদে হাঁটার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আনোয়ারা বেগম। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা ওই বাসার সিসি ফুটেজে দেখতে পারি, ছাদের ওপর হাঁটাহাঁটি করার সময় নিচে পড়ে যান আনোয়ারা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেল মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।