ভারতে ৫ মাসের মধ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ
এ তথ্য ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
প্রথম নিউজ, ডেস্ক: পাঁচ মাসের মধ্যে ভারতে সর্বোচ্চ ২১৫১ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অ্যাক্টিভ হিসেবে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১,৯০৩। এ তথ্য ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তথ্যমতে, এ সময়ে মারা গেছেন ৭ জন। ফলে সব মিলিয়ে ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এখন ৫ লাখ ৩০ হাজার ৮৪৮। নতুন করে তিন জন মারা গেছেন মহারাষ্ট্রে, একজন কর্ণাটকে এবং তিন জন কেরালায়। দৈনিক ভিত্তিতে পজেটিভিটির হার শতকরা ১.৫১। সাপ্তাহিক ভিত্তিতে এই হার ১.৫৩। করোনা সংক্রমণের পর ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৯ হাজার ৬৭৬। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৯২৫ জন। পুরোপুরি সুস্থ হয়েছেন ১২০০ মানুষ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:।