কাবুলে সামরিক হাসপাতালের সামনে ভয়াবহ বিস্ফোরণ
আফগানিস্তানের রাজধানী কাবুলে পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে

প্রথম নিউজ, ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটেছে গুলিবিনিময়ের ঘটনাও।
বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
এদিকে আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ জানায়, কাবুল শহরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইসলামিক আমিরাতের উপমুখপাত্র বিলাল কারিমি বলেন, প্রথম বিস্ফোরণটি ঘটে সরদার মুহাম্মদ দাউদ খান হাসপাতালের সামনে। দ্বিতীয় বিস্ফোরণটিও হাসপাতালের কাছাকাছি এলাকায় হয়েছে। সেখান থেকে গুলির শব্দও শোনা গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: