বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি
বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি

প্রথম নিউজ, বরিশাল: আগামী ৫ নভেম্বর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বরিশাল বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এ তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসক বলেন, ৭ নভেম্বর একটি অনুষ্ঠান আছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত থাকবেন। এ কারণে উদ্যানের একটি অংশ ছেড়ে দিয়ে তাদের (বিএনপি) সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, ‘আমরা বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। বেলা ৩টার দিকে ডিসি সাহেব ফোন করে অনুমতির বিষয়টি জানান। ৫ নভেম্বর বেলা ২টায় আমাদের সমাবেশ শুরু হবে।’ বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বরিশাল নগরী জুড়ে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ব্যানার আর পোস্টারে ছেঁয়ে গেছে রাস্তা। প্রতিদিনই চলছে প্রস্তুতি সভা। সড়কে সড়কে ঘুরে বিতরণ করা হচ্ছে লিফলেট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ বলেন, ‘আমরা মুক্তির আন্দোলনে নেমেছি। বর্তমান সরকারের জিম্মিদশা থেকে জনগণকে মুক্ত করতে হবে। এই লক্ষ্যে আমাদের চলমান আন্দোলন কেউ ঠেকাতে পারবে না।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘বরিশালে বিভাগীয় সমাবেশের জন্য আমরা প্রস্তুত। কোনো বাধাই আমাদের নেতাকর্মীকে আটকে রাখতে পারবে না।’ নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধা দেয়ার জন্য যানবাহন বন্ধ করেছে উল্লেখ বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘আমাদের নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারে, সেজন্য সমাবেশের আগে ও পরের দিন বাস, থ্রি-হুইলার বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এতে কোনো কাজ হবে না। আমাদের নেতাকর্মীরা হেঁটে হলেও যোগ দেবে সমাবেশে।’ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে নিরাপত্তার জন্য বিএনপি আবেদন করেছিল। তাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে বলা হয়েছে। এটা করলে তারা আমাদের সহায়তা পাবে।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom