বুবলীকে নিয়ে বান্দরবানে সাইমন
অনেকেই ভাবতে পারেন স্বামী শাকিব খানকে রেখে হঠাৎ বুবলীকে নিয়ে কেন বান্দরবানে গেলেন সাইমন সাদিক
প্রথম নিউজ, ডেস্ক : অনেকেই ভাবতে পারেন স্বামী শাকিব খানকে রেখে হঠাৎ বুবলীকে নিয়ে কেন বান্দরবানে গেলেন সাইমন সাদিক। তবে এটি মূলত ‘চাদর’ সিনেমার শুটিংয়ের জন্য তারা শনিবার বিকালের ফ্লাইটে চট্টগ্রাম গেছেন। সেখান থেকে তারা বান্দরবানে যাবেন।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনায় গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন ও বুবলী। ছবিটির গানের শুটিংয়ে অংশ নিতেই সাইমন, বুবলী ও নির্মাতাসহ পুরো টিম বান্দরবানে যাচ্ছেন। সেখানে বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষে আগামী ২৫ অক্টোবর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
ছবিতে সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করছেন মনিরা মিঠু ও রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।
উল্লেখ্য, চাদর ছবির জন্য এফডিসিকে ৭০ লাখ টাকা অনুদান দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে এ ছবির বাজেট প্রায় এক কোটি ২০ লাখ টাকা। বাকি টাকা বিভিন্ন স্পনসরের কাছ থেকে সংগ্রহ করেছে এফডিসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews