আবারো বিচারক হচ্ছেন ফাতেমা-তুজ-জোহরা
প্রথম নিউজ, ডেস্ক : গানের বাইরে খুব বেশি কর্মকাণ্ড নেই নজরুল সংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরার। তবে অভিনয়ে মাঝে-মধ্যে দেখা যায় তাকে। এছাড়া সংগীত বিষয়ক অনুষ্ঠানে গান গাওয়ায় পাশাপাশি সংগীত প্রতিযোগিতায় এর আগে বিচার কার্য পরিচালনা করেছেন তিনি।
সেই ধারাবাহিকতায় আবারো বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। এটিএন বাংলার আয়োজনে এটির নাম ‘আগামীর তারকা’। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের দ্বিতীয় সিজন শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। এবারো এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন ফাতেমা-তুজ-জোহরা।
এ প্রসঙ্গে তিনি বলেন, সংগীতের যে কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকতে ভালো লাগে। এই প্রতিযোগিতার মাধ্যমে সংগীত প্রতিভাদের সঙ্গে পরিচয় ঘটবে, যা খুবই ভালোলাগার বিষয়। আশা করছি এবারও এর মাধ্যমে প্রকৃত মেধাবীরাই উঠে আসবে।
আগামী ২০ ডিসেম্বর থেকে এটির বাছাই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এদিকে সম্প্রতি ‘জীবন পাখি’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন এ সংগীতব্যক্তিত্ব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: