ফরিদপুরে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, কার্যালয় ভাঙচুর
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে হামলাকারীরা শহরের কাঠপট্টি এলাকায় ফরিদ শাহ্ সড়কের মনা প্লাজায় অবস্থিত বিএনপির কার্যালয় ভাঙচুর করে।
প্রথম নিউজ, ফরিদপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দণ্ড দেয়ার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে হামলাকারীরা শহরের কাঠপট্টি এলাকায় ফরিদ শাহ্ সড়কের মনা প্লাজায় অবস্থিত বিএনপির কার্যালয় ভাঙচুর করে। বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের সামনে তাদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করা হলেও তারা নীরব ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের নিলটুলী এলাকা থেকে মুজিব সড়ক হয়ে কমপক্ষে ৫০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে জনতা ব্যাংকের মোড়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা দ্রুত বিভিন্ন পথ দিয়ে ওই এলাকা ত্যাগ করেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা কাঠপট্টি এলাকায় জেলা বিএনপির অফিসে হামলা চালায়। পরে পুলিশের উপস্থিতিতেই শহরের থানার মোড়ে একত্রিত হয়ে মিছিল করতে করতে প্রেসক্লাবের দিকে ফিরে যায় হামলাকারীরা।