প্রাতঃভ্রমণে বের হয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ঘটনাটি ঘটে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামে

প্রথম নিউজ, মানিকগঞ্জ : প্রাতঃভ্রমণে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না জালাল মিয়ার (৭০)। অটোরিকশার ধাক্কায় তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামে। প্রতিদিনের মতো সকালে ভ্রমণে বের হয়েছিলেন তিনি।
নিহত জালাল মিয়ার ছোট ছেলে আ. মজিদ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ভ্রমণে বের হন তার বাবা। সকাল ৭টার দিকে বাড়ির অদূরে একই এলাকার রিকশাচালক আব্দুল মাজেদ একটি রিকশাকে ওভারটেক করতে গিয়ে জালাল মিয়াকে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। পরে তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
নিহত জালাল উদ্দিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনে (বিআইডব্লিউটিএ) অবসরপ্রাপ্ত একজন কর্মচারী ছিলেন। চার ছেলে ও দুই কন্যা সন্তানের জনক তিনি। ঘিওর থানার ওসি রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব জানান, দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews