সাবেক সংসদ সদস্য ড. মকবুল হোসেন লেচু মিয়ার ইন্তেকাল
বুধবার রাত ১০ টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন
প্রথম নিউজ, সিলেট : সিলেটের সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাত ১০ টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন লেচু। উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন।
নিভৃতচারী দানশীল ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত। তিনি ১৯৮৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৬ সালে এরশাদ সরকারের বিরোধীতা করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ২০০১ সালে তিনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews