পেনাল্টিতে বাংলাদেশের পরাজয়

 পেনাল্টিতে বাংলাদেশের পরাজয়

প্রথম নিউজ, ডেস্ক : ফিলিপিনো রেফারির ম্যাচ শেষের বাঁশি। বাংলাদেশের ফুটবলাররা কেউ মাটিতে লুটিয়ে পড়লেন, আবার কেউ ঘিরে ধরলেন রেফারিকে। বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে ভারত। পেনাল্টি থেকে একমাত্র জয়সূচক গোলটি করেছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। বাংলাদেশের ফুটবলারদের সেই পেনাল্টি নিয়েই আপত্তি।

ম্যাচজুড়ে বাংলাদেশ-ভারতের সঙ্গে দারুণভাবে লড়ছিল। ৮২ মিনিটে রেফারির এক বাঁশিতে ম্যাচের নিয়ন্ত্রণ বদলে যায়। মিডফিল্ডের একটু সামনে থেকে বক্সে লম্বা বল পাঠানো হয়। সেই বল ভারতের ডিফেন্ডার নিয়ন্ত্রণের পরও বাংলাদেশের ডিফেন্ডার ও অধিনায়ক রহমত বাধা দেন। এতে ভারতের ফরোয়ার্ড পড়ে গেলে ফিলিপিনো রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। হাংজুর জিয়াশন স্পোর্টস কমপ্লেক্সে হঠাৎ পিনপতন নিরবতা। পেনাল্টি শট নিচ্ছেন ভারতের সুনীল ছেত্রী।

স্টেডিয়ামে উপস্থিত হাজার পাঁচেক দর্শকের চোখ তার দিকে। দক্ষিণ এশিয়ার অন্যতম অভিজ্ঞ ফুটবলার গোল করতে ভুল করেননি। অনেকবারই বাংলাদেশ দলের হন্তারক সুনীল ছেত্রী। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে বাংলাদেশ। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপের সঙ্গে তৃতীয় স্থানে থাকা শীর্ষ চার দল রাউন্ড-১৬ তে খেলবে। বাংলাদেশ দুই ম্যাচ হারায় পয়েন্ট শূন্য। ভারত, মিয়ানমার ও চীনের ঝুলিতে ইতোমধ্যে তিন পয়েন্ট করে হয়েছে। চীন মিয়ানমারকে হারালে স্বাগতিকদের ছয় পয়েন্ট হবে। তখন শেষ ম্যাচে মিয়ানমার ও ভারতের ম্যাচ ড্র হলে বাংলাদেশ চীনকে হারালেও গ্রুপে তৃতীয় হওয়ার সম্ভাবনা থাকবে না। গাণিতিকভাবে এখনো সম্ভাবনা থাকলেও বাস্তবিক অর্থে বাংলাদেশের টুর্নামেন্টে পরের পর্বে খেলা অসম্ভব।

সুনীল ছেত্রী গোল করে জয়ের নায়ক হলেও ম্যাচের মূল নায়ক বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। সিনিয়র দলে তিন নম্বর গোলরক্ষক অলিম্পিক দলে প্রথম একাদশেই খেলছেন। আজ ভারতের বিপক্ষে অন্তত ছয়টি সেভ করেছেন তিনি। বিশেষ করে প্রথমার্ধের ইনজুরি সময়ে টানা চারটি সেভ করেছেন মিতুল। দ্বিতীয়ার্ধেও তিনি ভারতের সামনে প্রাচীর হয়ে ছিলেন। ৮৫ মিনিটে ছেত্রীর পেনাল্টিও প্রায় ঠেকিয়ে ফেলছিলেন মিতুল। শট নেওয়ার দিকেই ডাইভ দিলেও তার হাতের একটু পাশ দিয়ে বল জালে প্রবেশ করে।

সকাল থেকেই হাংজুর আকাশ ভারী। দুপুর নাগাদ পুরো হাংজুজুড়ে গুড়িগুড়ি বৃষ্টি। এই বৃষ্টিকে উপেক্ষা করেই হাংজু জিয়াশন স্পোর্টস ক্লাবের গ্যালারিতে ফুটবলপ্রেমীদের ভিড়। স্বাগতিক চীনের ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হলেও, বাংলাদেশ-ভারত ম্যাচেও কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছেন। এর প্রায় সবই ভারতীয় সমর্থক।

হাংজুতে এই সময়টায় বৃষ্টিপ্রবণতা বেশি। তাই আগত দর্শক ও সাংবাদিকদের প্রায় সবাইকে ওয়ান টাইম রেইনকোর্ট দিয়েছে আয়োজকরা। গ্যালারির আবহাওয়া ঠান্ডা হলেও মাঠে অবশ্য উত্তাপ ছিল যথেষ্ট। গ্যালারীতে ভারতীয় দর্শক বেশি থাকলেও মিতুলের সেইভ প্রশংসিত হয়েছে তাদের কাছেও।

আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ব্যস্ততায় বাংলাদেশ দলে অনেক প্রতিষ্ঠিত ফুটবলারই নেই। এরপরও ভারতের বিপক্ষে প্রথমার্ধে ভালোই লড়েছে বাংলাদেশ। চার মিনিটেই ইসা ফয়সাল ফাহিমের উদ্দেশ্যে বল পাঠান। সেটা অবশ্য ভারতীয় ডিফেন্ডার ক্লিয়ার করেন। দ্বিতীয়ার্ধে মজিবুর রহমান জনি গোলের সুন্দর সুযোগ হাতছাড়া করেছেন। ৭২ মিনিটে বক্সের সামনে একা বল পেলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে সুনীল বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন।

আগের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে আত্মঘাতী গোল হজম করেছে বাংলাদেশ। এই ম্যাচে পেনাল্টির গোলে তাদের হারতে হয়েছে। দুই ম্যাচেই ০-১ ব্যবধানে পরাজিত। গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক চীন।