সরকার যত দ্রুত জনগণের পাল্স বুঝতে পারবে, ততই তার কল্যাণ: মাওলানা বাছিত আজাদ

১৪ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফলে ব্যাপক পরিকল্পনা 

সরকার যত দ্রুত জনগণের পাল্স বুঝতে পারবে, ততই তার কল্যাণ: মাওলানা বাছিত আজাদ

প্রথম নিউজ, ঢাকা : খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। একদিকে মশা নিধনে ব্যর্থতা, হাসপাতালগুলোতে সিট ও খাবার স্যালাইন সংকট অন্যদিকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় দেশের মানুষ উদ্বেগ ও আতংকের মধ্যে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। অসাধু ব্যবসায়িক সিন্ডিকেটের দৌরাত্ম্য থামাতে পারছে না প্রশাসন। রিজার্ভে ডলার দিন দিন কমে আসছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর কোন দাবির প্রতিই সরকার কর্ণপাত করছে না। অথচ দলনিরপক্ষে সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। অবিলম্বে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সরকার যত দ্রুত জনগণের পাল্স বুঝতে পারবে, ততই তার কল্যাণ। সরকারের একগুয়েমি নীতি দেশের কোন কল্যাণ আনবে না। তাই খেলাফত মজলিস ঘোষিত ৮দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই। আগামী ১৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফলের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ উপরোক্ত বক্তব্য পেশ করেন।

যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, সহ-প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক জিল্লুর রহমান, সহ-আইন সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাজ্বী নুর হোসাইন, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসাইন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।