ম্যানসিটি, লিভারপুলের ভাগ্য নির্ধারণ আজ
প্রথম নিউজ, ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এরই মধ্যে দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ভিয়ারিয়াল মঙ্গলবার রাতেই নিশ্চিত করেছে তাদের সেমিফাইনাল খেলা। বাকি দুটি দল নিশ্চিত হবে আজ। যেখানে ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হবে দুই ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি।
আজ রাত ১টায় দুই মাঠে নামছে এই দুই ইংলিশ জায়ান্ট। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির মাঠে গিয়েই খেলতে হবে পেপ গার্দিওলার শিষ্যদের।
লিভারপুলের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। নিজেদের মাঠে পর্তুগিজদের আতিথেয়তা দেবে মোহাম্মদ সালাহ, সাদিও মানেরা।
এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছিল ম্যানসিটি। ফিরতি লেগে আজ ম্যানসিটি ড্র করতে পারলেও চলে যাবে সেমিফাইনালে। তবে, অ্যাটলেটিকোর সেমিতে যেতে হলে অবশ্যই ২-০ গোলে জিততে হবে। ২-১ হলেও সিটি চলে যাবে সেমিতে, অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে। ১-০ গোল হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।
মোট কথা, সিটি ১-০ গোলে এগিয়ে থাকলেও জটিল হিসেব নিকেশের বেড়াজালে রয়েছে ম্যাচটি। তারওপর, ডাগআউটে দাঁড়াবেন দুই দুঁদে কোচ- পেপ গার্দিওলা এবং দিয়েগো সিমিওনে। মাঠে খেলবেন দুই দলের একঝাঁক তারকা। দেখার বিষয়, কে পারবেন এই লড়াইয়ে মানসিকতায় এগিয়ে থাকতে! তাহলে তারই মিলবে সেমির টিকিট।
অন্যদিকে, লিভারপুল কিন্তু বেশ খানিকটা এগিয়ে। বেনফিকার মাঠে গিয়ে তারা জিতে এসেছে ৩-১ গোলে। জয়ই নয় শুধু, তাদের হাতে আছে তিনটি মূল্যবান অ্যাওয়ে গোল। সুতরাং, বেনফিকাকে পেছনে ফেলে লিভারপুল যে সেমির পথে অনেকটা এগিয়ে আছে, এটা বলেই দেয়া যায়।
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews