পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ আদালতের
গত এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রথম থেকেই রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে আমেরিকা এবং তাদের ন্যাটো সঙ্গীরা।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেন থেকে শিশুদের অপহরণের সাথে জড়িত থাকার কারণে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক অপরাধ আদালত । গত এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রথম থেকেই রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে আমেরিকা এবং তাদের ন্যাটো সঙ্গীরা। তবে, মস্কোর পক্ষ থেকে ক্রমাগত এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত একটি বিবৃতিতে বলেছে যে - ''অপ্রাপ্তবয়স্কদের অবৈধভাবে নির্বাসন এবং ইউক্রেনের বাসিন্দাদের বেআইনিভাবে রাশিয়ান ফেডারেশনে পাঠিয়ে দেওয়ার সন্দেহে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ।''একই ধরনের অভিযোগে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের অফিসে শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোভা-বেলোভাকে গ্রেপ্তারের জন্য শুক্রবার পরোয়ানা জারি করা হয়েছে ।আইসিসি বলেছে যে তারা প্রাথমিক তদন্তে দেখেছে ইউক্রেনের দখলকৃত এলাকা থেকে রাশিয়ান ফেডারেশন জনসংখ্যাকে বিশেষ করে শিশুদের বেআইনিভাবে স্থানান্তর করার দায়ে অভিযুক্ত , যা যুদ্ধাপরাধের সমান ।
গত বছর ধরে, প্রসিকিউশন সেইসাথে ইউক্রেনীয় প্রসিকিউটর অফিস অনেক দেশ এবং ব্যক্তিগত উত্স থেকে প্রমাণ সংগ্রহ করছে৷ সিবিএস নিউজের পামেলা ফক এই সপ্তাহের শুরুতে রিপোর্ট করেছেন যে আইসিসির প্রসিকিউটর করিম খান ইউক্রেনীয় শিশুদের অপহরণ এবং বেসামরিক অবকাঠামোকে টার্গেট করার অভিযোগে জড়িত ব্যক্তিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।চলতি মাসের শুরুতে খান চতুর্থবারের মতো ইউক্রেন সফর করেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, " ইউক্রেন নিয়ে ন্যায়বিচারের গতি ত্বরান্বিত হচ্ছে।"সিবিএস নিউজের ডেভিড মার্টিনের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ রাশিয়ার প্রেসিডেন্টকে আন্তর্জাতিক পলাতক করে তুলবে।
যদিও ১৯৯০-এর দশকে বসনিয়ায় সংঘটিত যুদ্ধাপরাধের প্রধান প্রসিকিউটর বিচারপতি রিচার্ড গোল্ডস্টোন বলেছেন, "কোনও রাষ্ট্রপ্রধানের পক্ষে যখন তিনি ইউরোপের কোনো দেশে বা উত্তর আমেরিকার কোনো দেশে পা রাখবেন তখনি তাকে গ্রেপ্তার করা সহজ কথা নয় ।"রাষ্ট্রদূত বেথ ভ্যান শ্যাক মার্টিনকে বলেছেন: "পুতিনকে অনিবার্যভাবে এখন রাশিয়ায় আটকা থাকতে হবে । তিনি কখনই আন্তর্জাতিকভাবে ভ্রমণ করতে পারবেন না, তাহলে তিনি ঝুঁকির মুখে পড়তে পারেন। তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: