শান্তি আলোচনার মধ্যেই গোলাবর্ষণে কেঁপে উঠল কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভে আজও রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে

শান্তি আলোচনার মধ্যেই গোলাবর্ষণে কেঁপে উঠল কিয়েভ
শান্তি আলোচনার মধ্যেই গোলাবর্ষণে কেঁপে উঠল কিয়েভ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে আজও রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে। বুধবার সকালে শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সাংবাদিক লাইসে ডুসেটের উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

লাইসে ডুসেট বলেন, বুধবার ভোরে শুরু হয়েছে বিমান হামলা ও সাইরেনগুলোর শব্দ দিয়ে। তার পর শহরের উপকণ্ঠ থেকে উচ্চস্বরে গোলার শব্দ হয়েছিল, যা তিনি রাজধানীর কেন্দ্রে থেকে অনুভব করতে পেরেছিলেন।

কিয়েভে অবস্থানরত বিবিসির সাংবাদিক জেরেমি বোয়েনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যিনি কিয়েভেও রয়েছেন তিনি টুইট করেছেন- শহরের প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত কামানের অনেক শব্দ ভেসে আসছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণগুলো রুশ বাহিনীর নাকি ইউক্রেনীদের এটা জানা যায়নি। 

মঙ্গলবার আলোচনার পরে রাশিয়া বলেছে, তারা রাজধানী কিয়েভের কাছাকাছি অপারেশন কমাতে চায়। একটি প্রতিশ্রুতি অনেক পশ্চিমা নেতা বলেছেন— রাশিয়ার সাবধানতার সঙ্গে আচরণ করা উচিত।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom