পূজায় আসছে অরুণার ‘অসম্ভব’
বিষয়টি উল্লেখ করে অরুণা বিশ্বাস বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তথ্য মন্ত্রণালয়কে।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাস। ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন। চলচ্চিত্র নির্মাণে তিনি এবার মুন্সিয়ানা দেখিয়েছেন। নির্মাণ করেছেন ‘অসম্ভব’ নামের একটি চলচ্চিত্র। সম্প্রতি সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। বিষয়টি উল্লেখ করে অরুণা বিশ্বাস বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তথ্য মন্ত্রণালয়কে। কারণ এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা আমার ওপর আস্থা রেখে সিনেমাটি নির্মাণের জন্য সরকারি অনুদান দিয়েছেন। অনেক কষ্টের পর নির্মাণ কাজ শেষে যখন সেন্সর বোর্ডের সবাই খুব প্রশংসা করেন, তখন মনে হয় সত্যি সত্যি জীবনের একটি ধাপ অতিক্রম করতে পেরেছি। এখন একটাই চাওয়া দর্শক যেন হলে গিয়ে সিনেমাটি দেখেন। তাহলেই সব কষ্ট স্বার্থক হবে।
অরুণা আরও বলেন, ছবিতে যারাই অভিনয় করেছেন অনেক কষ্ট করেছেন। নিজেদের শতভাগ দিয়েছেন। আশা করছি দর্শকও নিরাশ হবেন না। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, জ্যোৎস্না বিশ্বাস, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, সোহানা সাবা, স্বাগতা, নূর প্রমুখ।