যে কারণে খালি পায়ে পার্টিতে হাজির হয়েছিলেন রাম চরণ

 যে কারণে খালি পায়ে পার্টিতে হাজির হয়েছিলেন রাম চরণ
যে কারণে খালি পায়ে পার্টিতে হাজির হয়েছিলেন রাম চরণ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : মুক্তির মাত্র ১৩ দিনে হাজার কোটি টাকার ব্যবসা করেছে এস এস মৌলী পরিচালিত সিনেমা আরাআরআর। সিনেমাটির ব্যবসা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা এখনই বলা যাচ্ছে না। সিনেমার অভাবনীয় সাফল্য উদযাপনে ব্যস্ত পরিচালকসহ সংশ্লিষ্টরা।

গত ২৪ মার্চ মুক্তির পর থেকে রাজামৌলীর ‘রাইজ-রোর-রিভোল্ট’ থুড়ি ‘আরআরআর’ এ মজে আমজনতা থেকে সমালোচকরা। এ পিরিয়ড ড্রামায় আল্লুরি সীতারাম রাজুর ভূমিকায় রাম চরণকে পছন্দ করেননি এমন দর্শকও বোধ হয় হাতেগোনা। কোমরাম ভীমের চরিত্রে জুনিয়র এনটি আরকেও ভুলতে পারছেন না অনেকে।

কুড়ির দশকে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে দুই স্বাধীনতা সংগ্রামীর লড়াইয়ের কাহিনিকে কাল্পনিক পটভূমিকায় ফেলেছেন পরিচালক রাজামৌলী। তাতে রাম চরণদের সঙ্গ দিয়েছেন অলিভিয়া মরিসের মতো ইংলিশ বা অ্যালিসন ডোডি এবং রে স্টিভেনসনের মতো আইরিশ অভিনেতা।

রাজামৌলীর ছবিতে রাম চরণ, জুনিয়র এনটিআর ছাড়াও স্বল্প সময়ের জন্য দেখা গিয়েছেন আলিয়া ভাট এবং অজয় দেবগণকে। মূলত তেলুগু ভাষায় হলেও রাজামৌলীর এ ছবিটি একসঙ্গে আরও পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। তেলুগুর পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দিতে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সম্প্রতি মুম্বাইয়ে ‘আরআরআর’-এর সাফল্য উদ্‌যাপনে হাজির হয়েছিলেন জুনিয়র এনটিআর, রাম চরণরা। হাজির ছিলেন বলিউডের সব নামকরা তারকারাও। আমির খান বা হুমা কুরেশিদের পাশাপাশি দেখা গিয়েছে জিতেন্দ্র, তুষার কাপুর, জনি লিভার, জাভেদ আখতার, রাখি সাওয়ান্ত, করণ জোহরের মতো তারকাদের।

মুম্বাইয়ের পার্টিতে রাম চরণদের সঙ্গে আসর জমাতে দেখা গেছে পালক তিওয়ারি, সতীশ কৌশিক, অয়ন মুখোপাধ্যায়, অশ্বিনী তিওয়ারি আয়ার এবং মাকরণ্ড দেশপাণ্ডেকেও। পার্টি শুরু হতেই একে একে এসেছেন হুমা, অমিররা। হই-হুল্লোড়ের মাঝে আমিরের সঙ্গে হাসিমুখে ‘পোজ’ দিতে ভোলেননি তারা।

আমিরকে দেখে এগিয়ে আসেন রাখি সাওয়ান্ত। হাত মিলিয়ে আলাপচারিতার ফাঁকে তিনিও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। পাশে দেখা গিয়েছে অয়ন এবং করণকেও।

তবে অনেকেরই নজর ঘুরছিল রামচরণের পায়ের দিকে। পুরোপুরি কালো কুর্তা-পাজামায় পার্টিতে এসেছিলেন তিনি। একমুখ গোঁফদাড়ি। কপালে তিলক। তবে খালি পায়ে কেন? অনেকেই কৌতূহলী।

আসলে, শবরীমালা মন্দিরের আয়াপ্পাস্বামীর ভক্ত রামচরণ ‘আয়াপ্পা দীক্ষা’-র ব্রত করছেন। ফলে ৪১ দিন পর্যন্ত তাঁকে নিরামিষাশী থাকতে হবে। গোঁফদাড়ি কাটা বা জুতা পরা যাবে না। পরতে হবে কালো পোশাকও।

৪১ দিনের ব্রত শেষে শবরীমালা মন্দিরে যাবেন রামচরণ। ফলে আজকাল এ লুকে সর্বত্র দেখা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর পুত্রকে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom