নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার
রোববার রাত সাড়ে ৯টার দিকে ফারিয়া নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ করা একটি ছবি
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার বাম চোখে অস্ত্রোপচার করা হয়। নুসরাত ফারিয়ার অস্ত্রোপচারের কথা জানিয়েছেন তার মা ফেরদৌসী বেগম। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই তার বাম চোখে সমস্যা দেখা দিয়েছিল। রোববার সন্ধ্যার কিছু পরেই বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। এখন ফারিয়া বেশ ভালো আছেন। ফেরদৌসী বেগম বলেন, চোখের সমস্যার ফলে কিছুদিন ধরে ও (ফারিয়া) কাজ বন্ধ রেখেছে। তবে চোখের এ সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ বলে কথা। তাই দ্রুতই অস্ত্রোপচার করা হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। এখন বেশ সুস্থ আছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ফারিয়া নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ করা একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, সেরে ওঠা না পর্যন্ত বিরতি। সম্প্রতি 'সুড়ঙ্গ' সিনেমার আইটেম গানে নেচে বেশ প্রশংসা কুড়িয়েছেন এ নায়িকা।