নতুন লুকে আল্লু অর্জুন

প্রধান অভিনেতা আল্লু অর্জুন এবার নিজের একটি পোস্টার শেয়ার করেছেন। পোস্টার দেখে তাকে চেনার উপায় নেই।

নতুন লুকে আল্লু অর্জুন
নয়া লুকে ঝড় আল্লু অর্জুনের

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক:  ‘পুষ্পা’ সিনেমা মুক্তি পেয়েছিল ২০২১ সালে। এ সিনেমার ব্যাপক সাফল্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির গতিপথ পাল্টে দেয়। এর পরেই নির্মাতা বহু প্রতীক্ষিত ‘পুষ্পা-২’- সিনেমার বিভিন্ন আপডেট কয়েকবার দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সিমেনার একটি বিশেষ ভিডিও শেয়ার করার পরে, প্রধান অভিনেতা আল্লু অর্জুন এবার নিজের একটি পোস্টার শেয়ার করেছেন। পোস্টার দেখে তাকে চেনার উপায় নেই। এই পোস্টার সামনে আসার পরই দর্শকরা মনে করছেন যে, এই সিনেমা আগামীদিনে দক্ষিণী সিনেমার সব কিছু পরিবর্তন করে দেবে। আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ সিনেমাটি সবচেয়ে ভালো অভিনয়গুলোর একটি বলে অনুমান করা হচ্ছে। ফিল্মটির একটি বিশেষ ভিডিওর পরে, দক্ষিণী মেগাস্টারের নিজের শেয়ার করা পোস্টারে তাকে দেখা গেছে একদম অন্য রূপে। মুখের রঙে সম্পূর্ণ অচেনা করে তুলেছে তার লুক। সিনেমায় অভিনেতাকে দেখা গেছে একটি শাড়ি পরে। সঙ্গে ছিল গয়না এবং একটি লেবুর মালা। সিনেমায় তার হাতে একটি বন্দুক ধরে থাকতে দখা গেছে।