টাকার গল্প শোনালেন তবীব-রানা জুটি
প্রথম নিউজ, ডেস্ক : টাকার জন্যই একসময় অনেক কিছু হয়নি গাল্লিবয় রানা মৃধার। পথশিশু হয়ে ঘুরতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলি-গলি। আর সেখানেই পরিচয় হয় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবীব মাহমুদের সঙ্গে।
এরপর তো ইতিহাস।
তবীবের কথা, সুর এবং রানাকে নিয়ে যৌথ কণ্ঠে তৈরি হয় ‘গাল্লিবয়’ শিরোনামের একের পর এক গান। জুটি হিসেবে তারা দারুণ স্বীকৃতি পায় সংগীতাঙ্গনে। মিলেছে টাকার দেখাও!
সম্ভবত সেই অভিজ্ঞতা থেকেই এবার টাকা নিয়ে গান বেঁধেছেন তারা। টাকার জন্য কী হয় কিংবা হয় না- এটাই গানের উপজীব্য। বরাবরের মতো এর কথা ও সুর করেছেন তবীব। গেয়েছেন দু’জনেই। সংগীত করেছে শুভ্র রানা।
গানটি প্রসঙ্গে তবীব মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে টাকার জন্য আমাদের অনেক কিছু হারাতে হয়। কখনও আমরা স্বপ্ন হারাই, কখনও নিজেই আবার কখনও ইচ্ছা হারাই, হারাই শক্তি। এমন হারানোর ঘটনা অন্য অনেকেরই আছে। টাকার কারণে অনেক সময়ই আমাদের জীবনটা নষ্ট হয়ে যায়। এটা নিয়েই আমাদের নতুন গান।’
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় গানটি প্রকাশ হয়েছে তবীবের নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটির পৃষ্ঠপোষকতা করেছে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: