ধামরাইয়ে অবৈধ কালি ফ্যাক্টরীর দূষিত পাউডারে পরিবেশ এখন হূমকির মুখে
প্রথম নিউজ , ধামরাই : ঢাকার ধামরাইয়ে অবৈধ সিমেন্টের কালি ফ্যাক্টরীর দূষিত পাউডারে পরিবেশ এখন হুমকির মুখে ।
জানাগেছে , ধামরাই সদর ইউনিয়নের আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের পাশে অবৈধ ভাবে গড়ে উঠা দেওয়ান সিমেন্ট কালি ফ্যাক্টরীর রংয়ের পাউডার উড়ে ছেঁয়ে গেছে পুরো এলাকা স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গ্ৰামের লোকজন খাবার খেতে পারছে না , খাবারের মধ্যে কালি পরে খাবার নষ্ট হচ্ছে । এ দিকে ফসলি জমিতে কালি পরে ফসলের রং কালচে হয়ে যাচ্ছে দিন দিন । নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যাক্তি এ প্ররতিবেদক কে বলেন , ফ্যাক্টরীর মালিক দেওয়ান লায়েক একজন প্রভাবশালী ব্যাক্তি হওয়ায় তার বিরুদ্ধে কোন লোক প্রতিবাদ করতে শাহস পাচ্ছে না । কারন প্রতিবাদ করলেই ঐ ব্যাক্তিকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করেন বলে অভিযোগ উঠেছে ।
এ ব্যাপারে ধামরাই সহকারী কমিশনার ( ভূমি ) আমিনুল ইসলাম বুলবুলের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।