দ্বিতীয় ম্যাচেও সহজ জয় কাবাডি দলের
দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। রোববার শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের দলটি।
প্রথমার্ধে ২টি লোনাসহ ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের রাজিব আহমেদ।
বাংলাদেশের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে মালয়েশিয়ার এটা দ্বিতীয় হার।
নিজেদের প্রথম ম্যাচে শনিবার ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। আর শ্রীলঙ্কার কাছে ৫৩-২৬ পয়েন্টে হেরেছে মালয়েশিয়া।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews