শেষটা রাঙালেন ইবাদত, প্রথম দিনে কিউইদের সংগ্রহ ২৫৮/৫
বছরের প্রথম টেস্ট ম্যাচের শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছে মুমিনুল হকের দল
প্রথম নিউজ, ডেস্ক: বছরের প্রথম টেস্ট ম্যাচের শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছে মুমিনুল হকের দল। দিনের শেষ বলে টম ব্লানডেলকে সাজঘরে ফেরান ইবাদত হোসেন। ডেভন কনওয়ের শতকে ভর করে প্রথম দিন শেষে ৮৭.৩ ওভারে কিউইদের সংগ্রহ ২৫৮/৫। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন পেসার শরীফুল ইসলাম। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
নিউজিল্যান্ডের দলীয় ১ রানেই শরীফুলের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন ল্যাথাম (১)। তবে দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন কনওয়ে-ইয়াং। দলীয় ১৩৯ রানে রান আউটে কাটা পড়েন ইয়াং। ১৩৫ বলে ৬ বাউন্ডারিতে ৫২ রান করেন তিনি।এরপর উইকেটে আসেন টেইলর। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষেই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটবে টেইলরের। তার বিদায়টা সুখকর হতে দেননি শরীফুল। ৩১ রান করা টেইলরকে সাদমানের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরীফুল।
এর আগেই ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পান কনওয়ে। তৃতীয় সেশনের পানি পানের বিরতির পর কনওয়েকে সাজঘরে ফেরান বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। ২২৭ বলে ১৬ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ১২২ রান করেন কনওয়ে। এরপর দারুণ এক ডেলিভারিতে ব্লানডেলকে (১১) বোল্ড করেন ইবাদত হোসেন। ফেরার আগে হেনরি নিকোলসের সঙ্গে ৫১ বলে ৩১ রানের জুটি গড়েন ব্লানডেল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: