‘ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে’

প্রথম নিউজ, অনলাইন: ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) বাতিলের রায়ের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ধ্বংস করা হয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের কারণে বাংলাদেশের বিচারব্যবস্থা আঘাতগ্রাপ্ত হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে দেশের হাজার হাজার মানুষ বিনাবিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। শত শত মানুষ গুমের শিকার হয়েছে। বাংলাদেশ গণতন্ত্রহীন হয়েছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইন অলিম্পিয়াডে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। চবির আইন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজের (এসসিএলএস) আয়োজনে এদিন শুরু হয় দুই দিনব্যাপী আইন অলিম্পিয়াডের পঞ্চম আসর।
অনুষদের অডিটোরিয়ামে এই আয়োজনের উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল। এতে মিডিয়া পার্টনার হিসাবে আছে যুগান্তর। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ‘পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার'। এতে অংশ নিচ্ছে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা ৪০টি দল।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, পরিবেশ বিপর্যয় হলে জীবনের বিপর্যয় ত্বরান্বিত হবে। প্রথমে পরিবেশ আন্দোলন দেখে আমাদেরও মনে হতো এই আন্দোলনের কী প্রভাব আছে। কিন্তু যখন দেখি আমাদেরই কারও শ্বাসকষ্ট হচ্ছে কিংবা পলিথিনের কারণে আমাদের নদী নাব্য হারাচ্ছে, তখন এর প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক রকিবা নবী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক (জেলা জজ) ফেরদেৌস আরা, চবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসসিএলএস-এর সিনিয়র সদস্য লামিয়া তাজ নূর। অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট এহসানুল করিম। মূল বক্তা চবির আইন বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল ফারুকের অনুপস্থিতিতে তার লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সানজিদা আক্তার।
অনুষ্ঠানে অ্যাডভোকেট এহসানুল করিম বলেন, বর্তমানে সবকিছুই প্লাস্টিকময় হয়ে গেছে, এমনকি আমাদের হাসিও। কারণ আমরা এখন আর প্রাকৃতিকভাবে হাসতে পারি না।