শিশু তানিশাকে হত্যার দায়ে সৎ মায়ের ফাঁসি
তিথী আক্তার মুক্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

প্রথম নিউজ, খুলনা : খুলনার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামে শিশু তানিশা খাতুনকে (৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে সৎ মা তিথী আক্তার মুক্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ নভেম্বর) খুলনার জেলা ও দায়রা জজ (সিনিয়র জেলা জজ) মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। তিনি ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের দক্ষিণপাড়ার মৃত হোসেন আলী শেখের মেয়ে।
হত্যার শিকার শিশু তানিশা তেরখাদার আড়কান্দি গ্রামের মো. খাজা শেখের মেয়ে।
জেলা পিপি অ্যাডভোকেট এনামুল হক মামলার নথির বরাত দিয়ে জানান, তেরখাদার আড়কান্দি গ্রামের আনসার ব্যাটালিয়নের সদস্য মো. খাজা শেখের দিতীয় স্ত্রী তিথী আক্তার মুক্তার সঙ্গে থাকতো প্রথম স্ত্রীর মেয়ে তানিশা। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে গত ৬ এপ্রিল রাতে শিশু তানিশাকে তার সৎ মা তিথী আক্তার মুক্তা দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। তানিশার বাবা এসময় বান্দরবানে ছিলেন।
এ ঘটনায় পরদিন তেরখাদা থানায় তানিশার দাদা মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়ার পর মুক্তা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে মোট ২২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন জেলা পিপি শেখ এনামুল হক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: