ডা. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা
ডা. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আজ মঙ্গলবার ( ১১ এপ্রিল ) বিকেল ৪ টায় গণস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন।

প্রথম নিউজ, ডেস্ক: ডা. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আজ মঙ্গলবার ( ১১ এপ্রিল ) বিকেল ৪ টায় গণস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন। অধ্যাপক ব্রি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) জানিয়েছেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রতিদিনের মত আজ সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা হয়। তিনি সহ এতে অন্য যেসকল দেশখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন, তাঁরা হলেন মেডিসিনের অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক আলী আহসান,কার্ডিওলজীর অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধূরী, অধ্যাপক শফিকুল বারী এবং গণস্বাস্থ্যের সংশ্লিষ্ট ডাক্তারগণ। তাঁরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য সংক্রান্ত সকল সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে নিজ নিজ মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরে প্রয়োজনীয় জরুরী চিকিৎসা কৌশল নিরুপণ করছেন।”
অধ্যাপক ব্রি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) আরো জানিয়েছেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরীর রক্তে ইনফেকশন পাওয়া গেছে, যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে অসুধ দেয়া হচ্ছে তাতে ইতিবাচক সাড়া মিলছে। আজ বেলা ২ টা ১৫ মিনিট হতে তাঁর কিডনির ডায়ালাইসিস শুরু হয়েছে, সাথে চলছে অন্যান্য চিকিৎসা। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনো ভেন্টিলেশনে আছেন।” গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক আলতাফুন্নেছা সংস্থার সকল কর্মী, সংগঠক ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া, প্রার্থনা ও ভালবাসা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি