ডুয়ামের সভাপতি সুরাইয়া সাধারণ সম্পাদক আতিকুর

মালয়েশিয়ায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন –‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন মালয়েশিয়া’ (ডুয়াম) এর এর নতুন কমিটি গঠিত হয়েছে।   

ডুয়ামের সভাপতি সুরাইয়া সাধারণ সম্পাদক আতিকুর

প্রথম নিউজ, ঢাকা: মালয়েশিয়ায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন –‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন মালয়েশিয়া’ (ডুয়াম) এর এর নতুন কমিটি গঠিত হয়েছে।  নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ৮৭-৮৮ ব্যাচের সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন নাহার ও ২০০৯/১০ সেশনের বাংলা বিভাগের আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে। 
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে আব্দুস সোবহান শেখ, নাসির উদ্দিন, মনজুর মুর্শেদ দিপু,  যুগ্ম-সাধারণ সম্পাদক, শারমিন ইসলাম (অপর্না), মুশফিকুর রহমান রিয়াজ ,  অর্থ সম্পাদক, শবনম রহমান,  অফিস সম্পাদক  ফাওজিয়া মালিক, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক জিয়াউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ড আবদুল্লাহ আল মাসুদ, প্রচার সম্পাদক জান্নাত তুষ্টি, কালচারাল সম্পাদক, আফরোজা শিমু এবং কার্যকরী সদস্য হিসেবে খালিদ হোসেন ও জুলফিকার কমিটিতে স্থান পান। 
উল্লেখ্য,যে এই বছরের ২২ এপ্রিল ডুয়াম অফিসিয়ালি যাত্রা শুরু করে। যদিও এর কার্যক্রম শুরু হয় ২০১৮ সাল থেকে। ডুয়াম মালয়েশিয়ার মাটিতে নানা ধরণের কাজ করে থাকে, বিশ্ববিদ্যলায় দিবাস পালন, খেলা ধুলার আয়োজন, ঈদ উৎযাপন, ফেমিলি গ্যাদারিং, শিক্ষা সফর, সেমিনার, গরীব মেধাবী ছাত্রদের স্কলারশিপ প্রদান ও গরীব দুস্থদের মাঝে সাহায্য প্রদান ইত্যাদি।  এই বছর ডুয়ামের সাহায্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom