মায়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলায় ১১ শিশুর মৃত্যু!

দেশটির সেনাবাহিনী বিমান ও স্থল অভিযানে এই হামলা চালায়। একে শিশুহত্যা বলে অভিহিত করেছে প্রতিরোধ বাহিনী।

মায়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলায় ১১ শিশুর মৃত্যু!
মায়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলায় ১১ শিশুর মৃত্যু! প্রতিকী ছবি

প্রথম নিউজ, ডেস্ক:  গত শুক্রবার মায়ানমারের সাগাইং অঞ্চলের তাবায়িন এলাকায় একটি স্কুলে দেশটির সেনাবাহিনী হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করলে ১১টি শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দেশটির সেনাবাহিনী বিমান ও স্থল অভিযানে এই হামলা চালায়। একে শিশুহত্যা বলে অভিহিত করেছে প্রতিরোধ বাহিনী। তবে সামরিক শাসক পক্ষের দাবি, তারা তাবায়িনে বিদ্রোহীদের হামলার জবাব দিয়েছে। গত শুক্রবার তাবায়িনের লেত ইয়েত কোনে গ্রামের একটি মঠ স্কুলে দুটি এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালায় সেনাবাহিনী। হামলায় ঘটনাস্থলে সাতটি শিশু নিহত হয়। আহত হন ৩ শিক্ষক ও ১৪ শিশু। কিছুক্ষণ পরে স্থলসেনারা গ্রামটিতে অভিযান চালান। এই অভিযানে আরও দুই শিশু নিহত হয়।

মায়ানমারের সামরিক শাসকের বিরুদ্ধে লড়াই করছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। পিডিএফের নেতা বো কিয়ার গি বলেন, ‘তারা (জুন্টা) যদি আমাদের কাউকে মারত, তাহলে তা মেনে নিতাম। কারণ, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু তারা স্কুলের শিশুদের হত্যা করেছে। এটা একেবারেই মেনে নেওয়া যায় না।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom