ডলারের দাম বাড়ছে

ডলারের দাম বাড়ছে

প্রথম নিউজ, অনলাইন: ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পর কয়েকদিন স্থিতিশীল থাকলেও এখন বাড়তে শুরু করেছে। মঙ্গলবার ডলারের দাম ব্যাংকগুলোতে সর্বোচ্চ ১২২ টাকা ৮০ পয়সায় ওঠেছে। সাম্প্রতিক সময়ে এর দাম আর এত বাড়েনি। তবে সর্বনিম্ন দর ছিল ১২২ টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে ডলারের দামের যে রেফারেন্স রেট প্রকাশ করা হচ্ছে সেখানেও গত দুই দিন ধরে ডলারের দাম বাড়ছে। দিনের শুরুতে রেফারেন্স রেট ছিল ১২২ টাকা ৪৩ পয়সা। দিনের শেষে তা কিছুটা কমে ১২২ টাকা ৩১ পয়সায় দাঁড়িয়েছে। গড় দাম ছিল ১২২ টাকা ৬৩ পয়সা।

বুধবার থেকে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এখন চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করে এর দাম উঠানামা করছে। কিছু দুর্বল ব্যাংক বেশি দামে রেমিট্যান্স কিনছে। ফলে তারা সেগুলো ১২২ টাকার বেশি দামে বিক্রি করছে। এতে করে ডলারের দাম বেড়েছে। তবে বেশিরভাগ ব্যাংক এখনো ১২২ টাকার মধ্যেই আমদানিতে ডলার বিক্রি করছে।

এদিকে আসন্ন কুরবানির ঈদ উপলক্ষ্যে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। এসব কারণে ডলারের প্রবাহ বেড়েছে। আমদানি ব্যয় বাড়লেও এখনো নিয়ন্ত্রণে রয়েছে। কার্ব মার্কেট ও মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলোতে ডলারের দাম কয়েকদিন ধরে স্থিতিশীল রয়েছে। চলতি সপ্তাহের শুরু থেকে কার্ব মার্কেটে ডলারের দাম সর্বোচ্চ ১২৬ টাকায় বিক্রি হচ্ছে। মানি চেঞ্জার্স হাউসগুলোতে ডলারের দাম কিছুটা বেড়ে ১২৬ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাংকে নগদ ডলার বিক্রি হচ্ছে ১২৩ থেকে ১২৪ টাকায়।