ডাক্তারি ভর্তিতে ইচ্ছুক তরুণের দেহ সুটকেসে
পরিবারের কাছে ৩০ লাখ রুপি চেয়ে ফোন
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: একুশ বছরের সাজিদ হোসেন ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে মালদা থেকে কলকাতায় এসেছিলো। তার সব স্বপ্ন নিশ্চিহ্ন হয়ে গেল চামড়ার ৪২ ইঞ্চির সুটকেসটির মধ্যে। সাজিদের পচাগলা লাশ উদ্ধার হলো সুটকেস থেকে কলকাতার নিউটাউনে বন্ধুর বাড়িতে। তার আগে মালদায় সাজিদের বাড়িতে ৩০ লাখ রুপি মুক্তিপণ চেয়ে ফোন যায়। পুলিশ অনুসন্ধানের পর ৩৪ বছর বয়স্ক গৌতম ঘোষ এবং তার শাগরেদ সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করে।
সাজিদকে আইফোন ব্যবহার করতে দেখে এবং তার বিলাসবহুল জীবনযাত্রা দেখে প্রতিবেশী গৌতম ও সুশান্ত বুঝতে পারে যে, সাজিদ অবস্থাসম্পন্ন বাড়ির সন্তান। তারা তখনই সাজিদকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার পরিকল্পনা করে। কিন্তু অপহরণের সময় সাজিদ গৌতমকে চিনতে পেরে যায়। বন্দি অবস্থায় সাজিদের ছবি তুলে তার বাবার কাছে তা পাঠিয়ে দেয়ার পর গৌতম সাজিদকে হত্যা করে মৃতদেহটি একটি সুটকেসে ঢোকায়।
প্রমাণ না রাখার জন্য সাজিদের বাবার সঙ্গে তারা কথাবার্তা চালায় তার আইফোন থেকে। সাজিদের বাবা মালদা পুলিশের আশ্রয় নিলে তারা কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সব চক্রান্ত ফাঁস হয়।