ভারতে কোভিড নিয়ে ফের বিপদ সংকেত দিল কেন্দ্রীয় সরকার

বিধিনিষেধ মেনে চলার জন্য নির্দেশ দেয়া হলো ভারতীয় জনগণকে

ভারতে কোভিড নিয়ে ফের বিপদ সংকেত দিল কেন্দ্রীয় সরকার
ভারতে কোভিড নিয়ে ফের বিপদ সংকেত দিল কেন্দ্রীয় সরকার

প্রথম নিউজ, ডেস্ক : ভারতে কোভিড নিয়ে ফের বিপদ সংকেত দিল কেন্দ্রীয় সরকার। রাজধানীতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বুধবার হোলির ঠিক দু’দিন আগে কঠোর  কোভিড  বিধিনিষেধ মেনে চলার জন্য নির্দেশ দেয়া হলো ভারতীয় জনগণকে । যদিও ভারতে বুধবার কোভিড আক্রান্তের সংখ্যা দু’হাজার ৩৮৭ এবং সংখ্যাটি যথেষ্ট কম ।কিন্তু, কোনোরকম ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, আইসিএমআর অথবা নীতি আয়গ। চীন, সিঙ্গাপুর, হংকং এবং দক্ষিণ কোরিয়ায় যেভাবে  কোভিড বাড়ছে তাতে উদ্বিগ্ন  কেন্দ্রীয় সরকার । সাতাশ মার্চ থেকে ভারতে সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হওয়ার কথা। সেই বিষয়টিও বুধবারের আলোচনায় উঠেছিল। কিন্তু কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শুধু  ভারতীয় জনগণকে সতর্ক করা হয়েছে, হোলির বাঁধনহারা আনন্দের জোয়ারে যেন কোভিড সংক্রান্ত বিধিনিষেধ ভেসে না যায় ।

এদিকে ইসরাইলে কোভিডের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে বলে খবরে গোটা বিশ্বের ঘুম ছুটেছে। বেন গুড়িয়ান এয়ারপোর্টে দুই যাত্রীর দেহে কোভিডের এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। চিকিৎসকরা বলছেন, ওমিক্রন এর দুটি প্রজাতি মিলে এই নতুন ভ্যারিয়েন্ট-এর সৃষ্টি। এর ফলে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom