ট্রেনে কাটা পড়ে ২ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙা ও মেথিকান্দা রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে

ট্রেনে কাটা পড়ে ২ শিশুর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে ২ শিশুর মৃত্যু

প্রথম নিউজ, নরসিংদী :  নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙা ও মেথিকান্দা রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন— রায়পুরার সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে মো. জুবায়েদ মিয়া (১১) ও একই উপজেলার শেরপুর কান্দাপাড়া মো. কাউছার আহাম্মেদের ছেলে মো. সিয়াম আহাম্মেদ আতিকুল (১০)।

রেলওয়ে পুলিশ জানান, সকালে জুবায়েদ ও সিয়াম হাঁটুভাঙা ও মেতিকান্দা রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে অপর লাইনে আসা একটি ট্রেনের ইঞ্জিন দেখছিল। ওই সময় তিতাস কমিউটার ট্রেনটি বিবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছিল। ওই সময় একাধিক হর্ন বাজালেও শিশু দুটি ট্রেনটিকে দেখতে পায়নি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী জানান, শিশু দুটি ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে অপর লাইনে আসা একটি ইঞ্জিন আসা দেখছিল। তখন তারা তিতাস ট্রেনটি দেখতে পায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom