গুম খুন ও মিথ্যায় সরকারের নোবেল পাওয়া দরকার: গয়েশ্বর

তিনি বলেন, এই সরকার পতনের আন্দোলন চলমান থাকবে। কোনো ঈদের আগে আর পরে নয়।

গুম খুন ও মিথ্যায় সরকারের নোবেল পাওয়া দরকার: গয়েশ্বর
বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

প্রথম নিউজ, ঢাকা:  ক্ষমতাসীন সরকার ছাত্রদের দিয়ে পড়ালেখা করাতে চায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ জনগণের জন্য নয়। এই সরকার গুম, খুন, মিথ্যা কথায় নোবেল পুরস্কার পাওয়া দরকার। 

আজ  বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় চক্রান্তমূলকভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেন, এই সরকার পতনের আন্দোলন চলমান থাকবে। কোনো ঈদের আগে আর পরে নয়। এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের উদ্দেশ্যে বাংলাদেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার বক্তব্য তার বাবার স্বপ্নে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে। অথচ লক্ষ জনতার বুকের রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করা হয়েছে। কারো ব্যক্তি উদ্যোগে হয়নি। 

গয়েশ^র বলেন, বর্তমান সরকার ছাত্রদের দিয়ে লেখাপড়া করাতে চায় না। তদের খুন-খারাবি, চাঁদাবাজি, রাহাজানি, ধর্ষণ করায়। বাংলাদেশে কোন মার্কেট আছে যেখানে ছাত্রলীগের চাঁদাবাজি হয় না। ছাত্রলীগ চাঁদাবাজি, টেন্ডারবাজি, চাপাবাজি তাদের কাজ। যুদ্ধের মানে এই নয় যে, শুধু গুলি খাব, আমরাতো একতরফা মার খাচ্ছি, মিথ্যা মামলায় আদালতে হাজির হচ্ছি। সংবিধান কি পুলিশকে জনগণের গায়ে হাত দেয়ার অধিকার দিয়েছে। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত থাকবে না। সে ক্ষমতা থেকে চলে গেলে আপনাদের কি চাকরি করা লাগবে না। বিচারের নামে প্রহসন, বিচারের নামে অবিচার হয় সেই অবিচারেরও বিচার হবে। বর্তমানে ছাত্রদেরকে শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে গেছে তাদের মান সম্মান এবং তাদের গার্ডিয়ানরা আতঙ্কে থাকে। তারেক রহমান জনগণের অধিকারের জন্য মাঠে থাকবেন। 
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সাবেক ভিপি হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ, সাবেক জিএস জাকির হোসেন, বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আব্দুল কাদির ভুইয়া জুয়েল, যুবদলের নূরুল ইসলাম নয়ন, মৎস্যজীবী দলের ওমর ফারুক পাটোয়ারী প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের কামাল আনোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আওলাদ হোসেন উজ্জল, ডা. জাহেদুল কবির, অধ্যক্ষ সেলিম মিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom