জলবায়ু পরিবর্তন নিয়ে তুর্কি ফার্স্টলেডির সতর্কবার্তা

’দুনিয়া এখন প্লাস্টিক যুগের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মাটি, পানি, জলবায়ু এবং জীববৈচিত্র্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

জলবায়ু পরিবর্তন নিয়ে তুর্কি ফার্স্টলেডির সতর্কবার্তা
জলবায়ু পরিবর্তন নিয়ে তুর্কি ফার্স্টলেডির সতর্কবার্তা

প্রথম নিউজ, ডেস্ক: জলবায়ু পরিবর্তন ঠেকাতে রাষ্ট্রনেতাদের ব্যর্থতা নিয়ে বলিষ্ঠ বক্তব্য রেখেছেন তুরস্কের ফার্স্টলেডি এমিনি এরদোগান। জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত সভায় তিনি তুরস্কের ‘ন্যাশনাল জিরো ওয়েস্ট’ প্রকল্প পেশ করেন। তিনি বলেন, ’দুনিয়া এখন প্লাস্টিক যুগের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মাটি, পানি, জলবায়ু এবং জীববৈচিত্র্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কারণ প্লাস্টিক দূষণ শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে।

তিনি জানান, তিন মাস আগে জিরো ওয়েস্ট ব্লু প্রকল্পের সূচনা করেছে তুরস্ক। এই প্রকল্পের আওতায় সামুদ্রিক অঞ্চলের প্লাস্টিক বর্জ্য মুক্ত করার অভিযান শুরু হয়েছে। এ সময় সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু, জাতিসংঘে নিযুক্ত তুরস্কের স্থায়ী প্রতিনিধি সেদাত ওনাল। এ সময় তুরস্কের জিরো ওয়েস্ট প্রকল্পের প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: