জামায়াতের সঙ্গেও বৈঠক করবে ইইউ প্রতিনিধি দল
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
প্রথম নিউজ, অনলাইন: জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করবে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। আগামী ১৫ই জুলাই বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আমন্ত্রণ জানিয়ে জামায়াতকে চিঠি পাঠিয়েছেন ইইউ প্রতিনিধিদলের জ্যেষ্ঠ সচিব চেরি মেরিলিন ডিও।মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন,আগামী ১৫ জুলাই বিকেলে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক হবে।
গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি অনুসন্ধানী অগ্রগামী দল। তারা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে। এই লক্ষ্যে ইতিমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকের জন্য আমন্ত্রণও জানানো হয়েছে।