দাবি মানুন, নইলে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন: বিএনপি
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা জেলা বিএনপি।
আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু‘র নেতৃত্বে স্মারকলিপি দেয়া হয়।
এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কাছ থেকে বের হয়ে সালাহউদ্দিন বলেন, অবিলম্বে ম্যাডাম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়াকে সরকার তীলে তীরে মারতে চাচ্ছে। জনগণ নিয়ে সেই অপচেষ্টা নস্যাৎ করে দেয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: