সিনিয়র সচিব খাজা মিয়া ওএসডি

মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র সচিব খাজা মিয়া ওএসডি

প্রথম নিউজ, অনলাইন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৯৬৫ সালের ৫ জুলাই নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে জন্মগ্রহণ করেন খাজা মিয়া। ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯১ সালে চাকরিতে যোগ দেন। 

২০২১ সালের ২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান খাজা মিয়া।  এরপর গত ১ জুন সিনিয়র সচিব হিসেবে তাকে পদোন্নতি দেওয়া হয়।