ছাত্রলীগের হামলায় আহত জবি শিক্ষার্থীরা
এতে জবির শতাধিক শিক্ষার্থী আহত হয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একত্রিত হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়, এতে জবির শতাধিক শিক্ষার্থী আহত হয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত জবি শিক্ষার্থী উমর ফারুক শ্রাবণ বলেন, ‘আমরা আমাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলনে যোগ দিয়েছি। জবি থেকে আমরা রাজু ভাস্কর্যের সামনে মিলিত হয়েছি। আমাদের ভাইয়েরা ঢাবির বিজয় একাত্তর হলে আটকা পরায় আমরা তাদের উদ্ধার করতে যাই। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর রামদা, ছুরি, ইট দিয়ে হামলা করে। আমাদের সাথে থাকা অনেক নারী শিক্ষার্থী আহত হয়েছে। অনেকে ঢামেক হাসপাতালে ভর্তি আছে।
তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলাম। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোটা সংস্কার চাই, আমরা কোনো হামলা-রক্ত চাই না। আমার ভাইদের রক্ত ঝরেছে এর বিচার চাই।