রাজধানীতে দুর্ঘটনায় পরিচ্ছন্নতা কর্মীসহ নিহত ২
রাজধানীর গুলশান ও বাড্ডায় পৃথক দুর্ঘটনায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীসহ দুজন নিহত হয়েছেন
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর গুলশান ও বাড্ডায় পৃথক দুর্ঘটনায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ মো. আজমীর (১৯) ও মোছা. সখিনা আক্তার (২৮)। আজ ভোরে দুর্ঘটনা দুটি ঘটে। জানা গেছে, রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. আজমীর (১৯) নামের এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা হারুন জানান, আজমীর আজকে সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। বাসে থেকে নেমে বাড্ডা হোসেন মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাজধানীর গুলশান থানাধীন কোকাকোলা মোড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোছা. সখিনা আক্তার (২৮) নামের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছে। সোমবার ভোর সাড়ে চারটার দিকে দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী আব্দুল করিম জানান, আমার স্ত্রী সখিনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী আজ ভোরে গুলশান নতুন বাজার কোকোকোলা মোড় এলাকায় রাস্তা ঝাড়ু দেয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। বর্তমানে,গুলশান নতুন বাজার কোকোকোলার মোড় এলাকায় থাকতেন। নিহত দুই ছেলে এক মেয়ের জননী ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews