ছাত্রকে নিপীড়ন, শিক্ষক গ্রেফতার

রোববার নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর চরলপাড়া গ্রাম থেকে রজব আলীকে গ্রেফতার করে রাণীশংকৈল থানা পুলিশ । 

ছাত্রকে নিপীড়ন, শিক্ষক গ্রেফতার

প্রথম নিউজ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলায় ১৩ বছরের এক ছাত্রকে নিপীড়নের অভিযোগে রজব আলী নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর চরলপাড়া গ্রাম থেকে রজব আলীকে গ্রেফতার করে রাণীশংকৈল থানা পুলিশ । 

সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান রাণীশংকৈল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এ তথ্য নিশ্চিত করেন।  পুলিশ জানায়, রাণীশংকৈল উপজেলার উত্তর মহেশপুর হামিউ সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ওই ছাত্রকে গত শুক্রবার রাতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক রজব আলী বলাৎকার করে। পরে ওই  শিশুর বাবা থানায় মামলা করেন। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর রজব আলীকে গ্রেফতার করা হয়।