চীনে রেস্টুরেন্টে বিস্ফোরণে নিহত ৩১

চীনে রেস্টুরেন্টে বিস্ফোরণে নিহত ৩১

প্রথম নিউজ, ডেস্ক : চীনের একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় ৩১ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বারবিউ রেস্টুরেন্টে ওই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাতে ইনচুয়ান শহরে ওই বিস্ফোরণ ঘটে। গ্যাস লিক থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনা তদন্তে এবং উদ্ধার অভিযানে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ফুয়াং বারবিকিউ রেস্টুরেন্টের মালিককেও আটক করা হয়েছে। চীনে তিন দিনের ড্রাগন বোট ফেস্টিভাল শুরুর আগেই এমন বিস্ফোরণের ঘটনা ঘটলো। এই ফেস্টিভালে লোকজন তাদের পরিবার এবং বন্ধুদের নিয়ে আনন্দ উদযাপন করে।

সিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে অন্তত সাতজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা ও নিরাপত্তা জোরদারে সব ধরনের সহযোগিতার আহ্বান জানান শি জিনপিং।

তিনি বলেন, আমাদের অবশ্যই দ্রুত লোকজনকে সেখান থেকে সরিয়ে নিতে হবে এবং হতাহতদের পরিবারকে আশ্বস্ত করতে যথাসাধ্য চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে হবে, গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিংজিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইইনচুয়ান শহরের কেন্দ্রস্থলে ওই রেস্টুরেন্ট অবস্থিত এবং এটি একটি অন্যতম বিনোদনকেন্দ্রও।

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, দমকল ও উদ্ধারকারী দল শতাধিক মানুষকে উদ্ধার করেছে এবং ২০টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়।

দমকল বাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিস্ফোরণের প্রায় এক ঘণ্টা আগে রেস্টুরেন্টের এক কর্মচারী গ্যাস লিকের গন্ধ পেয়েছিলেন। এরপরেই সেখানে বিস্ফোরণ ঘটে।