চোটে মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস ও ভাসকেস

চোটে মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস ও ভাসকেস

প্রথম নিউজ, অনলাইন:  বার্সেলোনার বিপক্ষে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে ৪-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। তার উপর ম্যাচে চোটে পড়েছেন মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও ডিফেন্ডার লুকাস ভাসকেস।  

লস ব্লাঙ্কোসরা সোমবার (১২ মে) এক বিবৃতিতে জানিয়েছে, ভিনিসিয়ুসের গোড়ালি মচকে গেছে এবং ভাসকেসের উরুর চোট ধরা পড়েছে।  

স্প্যানিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্লাব বিশ্বকাপের আগে আর মাঠে ফিরতে পারবেন না এই দুই তারকা।
 

চোটের কারণে ইতোমধ্যে দলের বাইরে আছেন ডিফেন্ডার দানি কার্ভাহাল, ডেভিড আলাবা, এডার মিলিতাও, অ্যান্টোনিও রুডিগার,  

চোটের কারণে আগে থেকে বাইরে আছেন ডিফেন্ডার দানি কার্ভাহাল, এদের মিলিতাও, ডাভিড আলাবা, ফেরলঁদ মঁদি, আন্টোনিও রুডিগার ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। এছাড়া, নিষেধাজ্ঞার কারণে দলে নেই আরেক ফ্রেঞ্চ মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। 

লা লিগায় আগামী বুধবার মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চোট ও নিশেধাজ্ঞা মিলিয়ে এই ম্যাচে মূল দলের ৯ জনকে দলে পাবেন না কোচ কার্লো আনচেলত্তি।
 

লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার কাছে হেরে তিন ম্যাচ বাকি থাকতেই কাতালানদের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শিরোপা পুনরুদ্ধারে আর মাত্র দুই পয়েন্ট দরকার হানসি ফ্লিকের বার্সেলোনার।