তামিম-শান্তর ব্যাটিং দেখে খুশি মোসাদ্দেক

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৮ সালের পর আবার উইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল।

 তামিম-শান্তর ব্যাটিং দেখে খুশি মোসাদ্দেক
তামিম-শান্তর ব্যাটিং দেখে খুশি মোসাদ্দেক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৮ সালের পর আবার উইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। যেখানে ২ টেস্টের সঙ্গে সমান ৩টি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। সাদা পোশাকের ফরম্যাট দিয়ে ১৬ জুন মাঠে গড়াবে দুই দলের লড়াই। তার আগে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিদল। শুক্রবার শুরু হওয়া সে ম্যাচ থেকেই মূল সিরিজের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করছে টাইগাররা।

বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এক ভিডিও বার্তায় বলছিলেন, ‘এখানে (উইন্ডিজ) আসার পর আমরা আসলে দুই-তিনদিন ফিটনেস ট্রেনিং করার চেষ্টা করেছি এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি আবহাওয়ার সঙ্গে। তিনদিনের একটা প্রস্তুতি ম্যাচ হচ্ছে যেটা আমাদের জন্য ভালো একটা সুযোগ যে ব্যাটসম্যানরা এখান দারুণ আত্মবিশ্বাস অর্জন করছে। তামিম ভাই খুবই ভালো ব্যাটিং করছেন। শান্তও ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি যে ব্যাটসম্যানদের জন্য ভালো একটা প্রস্তুতি ছিল।’

শুক্রবার প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে ছুটি কাটিয়ে না ফেরায় অধিনায়ক সাকিব আল হাসান এদিন মাঠে নামেননি। ওপেনার তামিম ইকবাল ‘ব্যাডপ্যাচ’ থেকে বের হয়ে রানের দেখা পেয়েছেন। অনবদ্য ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ১৪০ রানে অপরাজিত আছেন প্রথম দিনের খেলা শেষে। রান পেয়েছেন আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্ত। ফিফটি করে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি।

তবে বাকিরা ব্যাট হাতে একেবারেই সুবিধা করতে পারেননি। ওপেনার মাহমুদুল হাসান জয় রানের খাতাই খুলতে পারেননি। একই পরিণতি ব্যাট হাতে রানে ফিরতে নেতৃত্বের দায়িত্ব ছাড়া মুমিনুল হকের। শূন্য হাতে ফিরেছেন জয়ের সমান ৬টি বল খেলে। দারুণ ছন্দে থাকা লিটন কাটা পড়েন ৪ রানে। ৭ রানে ফেরেন মেহেদী হাসান মিরাজ। পিঠের চোটে মাঠ ছাড়া ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে আসে ১১ রান। মোসাদ্দেক অপরাজিত আছেন ৬ রান নিয়ে।

তামিম-শান্ত ছাড়া বাকিরা ব্যর্থ হলেও মোসাদ্দেকের বিশ্বাস, এই ম্যাচের প্রস্তুতি মূল সিরিজে তাদের আত্মবিশ্বাস যোগাবে।

মোসাদ্দেক বলেন, ‘প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচটা আমাদের ভালো সহায়তা করবে। বিশেষ করে এখানকার কন্ডিশন বাংলাদেশ থেকে একটু ভিন্ন। বল একটু বেশি মুভমেন্ট থাকে, উইকেট ও বাংলাদেশ থেকে সাধারণত বাউন্সি হয়। প্রস্তুতি ম্যাচটা তাই সবদিক থেকে আমাদের কাজে দেবে। ব্যাটসম্যামরা আত্মবিশ্বাস নিতে পারবে এখান থেকে।’

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ দল ব্যাটিং করেছে ৮৩ ওভার। যেখানে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তুলেছে ২৭৪ রান। এই ৮৩ ওভার করাতে ৮ জন বোলার ব্যবহার করেছেন ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের অধিনায়ক। যেখানে দুইজন বাঁহাতি পেসার, দুইজন ডানহাতি পেসারের জন্য অফ স্পিনার দুইজন। একজন করে বাঁহাতি অর্থোডক্স আর লেগ স্পিনারের বিপক্ষে ব্যাটিং প্রস্তুতি ঝালিয়ে নিয়েছেন সফরকারীরা দলের ব্যাটসম্যানরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom