কৃষকদল নেতা পলাশকে তুলে গেছে গোয়েন্দা পুলিশ
প্রথম নিউজ ঢাকা: কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সেগুনবাগিচা বাসা থেকে তুলে নিয়ে যায় বলে গণমাধ্যমকে অভিযোগ করেন তার স্ত্রী রাজিয়া সুলতানা।
তিনি জানান, ভোরে গোয়েন্দা পুলিশ সেগুনবাগিচার বাসায় এসে তাকে ধরে নিয়ে যায়। কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে জিজ্ঞেস করলে তারা বলেন বাঞ্ছরামপুরে সরকার বিরোধী লিফলেট বিতরণ করায় তার বিরুদ্ধে মামলা আছে। এদিকে মেহেদি হাসান পলাশকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অবিলম্বে পলাশের নি:শর্ত মুক্তি দাবি করেন।