কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ র‌্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ র‌্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪
কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ র‌্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪

প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ র‌্যাব সদস্যসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।র‌্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় মাদক চোরাকারবারিদের আটক করতে অভিযান চালায়। এ সময় র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়া হলে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে ১ র‌্যাব সদস্যসহ ৪জন গুলিবিদ্ধ হন।

র‌্যাব-১১ সিপিসি ২ কুমিল্লার কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, আহত র‌্যাব সদস্যের নাম করপোরাল রুবেল হোসেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন সাহিদুর, মসিউর, শিহাব। তাদের বাড়ি নীলফামারী জেলায়।

তিনি আরও জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত র‌্যাব সদস্যের অবস্থা গুরুতর হওয়ার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় ২ মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom