কোটির ঘরে ইমরানের ৫০ গান

কোটির ঘরে ইমরানের ৫০ গান
কোটির ঘরে ইমরানের ৫০ গান

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক:এ রকম রেকর্ড বাংলাদেশের গানের ইতিহাসে বিরল। চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ৫০টি গান ইউটিউবে কোটির ঘর পার করেছে। সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে নিজেও এ সুখবরটি জানান ইমরান। শুরুটা হয়েছিল ২০১৫ সালে ‘বলতে বলতে চলতে চলতে’- গানের মাধ্যমে। এটি ছিল যেকোনো বাংলা গানের ইতিহাসে প্রথম ১ কোটি ভিউ হওয়া গান। এই গানের আগে কলকাতা এবং বাংলাদেশের আর কোনো গান কোটির ঘরে পা রাখেনি। ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মধ্যদিয়ে সঙ্গীতাঙ্গনে পা রাখেন ইমরান। এরপর প্রকাশ হয় তার একাধিক একক এবং মিশ্র অ্যালবাম। সেই অ্যালবামের  গানগুলোও  শ্রোতারা গ্রহণ করেছেন সাদরে। এরপর শুরু হয় অ্যালবামের পরিবর্তে ইউটিউবে গান প্রকাশের রীতি। সেখানেও ইমরান নিজের সফলতার ধারাবহিকতা অব্যাহত রাখেন। এ গায়ক বলেন, সময়ের বিবর্তনে অ্যালবামের ফরম্যাট থেকে বের হয়ে ইউটিউব প্ল্যাটফরমে প্রবেশ করে মিউজিক ইন্ডাস্ট্রি এবং আমি অত্যন্ত ভাগ্যবান যে গান প্রকাশের ধরনে পরিবর্তন এলেও আমার প্রতি শ্রোতাদের যে ভালোবাসা তাতে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। যার প্রতিফলন আমার এই ৫০টি গান কোটির মাইলফলক স্পর্শ করা। বাংলাদেশের আর কোনো সংগীতশিল্পীর এত গান কোটির উপরে ভিউজ নেই ।

আসলে ভিউজ কখনোই একটি গানের সবকিছু হতে পারে না, তারপরও জেনারেশনের নতুন এই ধারাটাকে জয় করতে পারাটা আমার জন্য আনন্দের এবং তাল মিলিয়ে চলাটা অনেক বেশি চ্যালেঞ্জের। আশা করি ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে যাবো যা আমাকে আরও ভালো ভালো গান উপহার দিতে অনুপ্রেরণা যোগাবে। ইমরান আরও বলেন, ৫০ গান কোটির মাইলফলক ছুঁয়ে যাওয়ার অর্জন আমার একার নয়, এই অর্জন এসব গান সংশ্লিষ্ট সম্মানিত সকল গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, মিউজিক ভিডিও নির্মাতা, প্রযোজনা প্রতিষ্ঠান গান সংশ্লিষ্ট সিনেমাগুলোর পরিচালক, নায়ক, নায়িকা, প্রযোজক, আমার পরিবার, বন্ধু, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সকল শ্রোতার। আশা করি আপনাদের এই ভালোবাসা নিয়েই সংগীতের পথে আমার যাত্রা চলমান থাকবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom