কক্সবাজারে এক রাতে তিন নারীকে ধর্ষণ, ৩০ দিনে ৬৭ জন
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে পৃথক স্থানে তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারে এক রাতে ৩ নারী ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজার শহরের পৃথক দু’টি কটেজে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ২ জন নৃত্যশিল্প ঢাকা থেকে কক্সবাজার এসেছিলেন। অপরজন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের বাসিন্দা। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পৃথক ধর্ষণের ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে পৃথক স্থানে তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলায় ২ জনকে আটক করা হয়েছে। মামলা দুটি ট্যুরিস্ট পুলিশকে দেয়া হয়েছে। আটককৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সোলাইমান শামীম (২৩)।