এমপির ভাইয়ের অবৈধ বিদ্যুৎ সংযোগ, ৩০ হাজার টাকা জরিমানা

সোমবার (২২ আগস্ট) বিকালে এই জরিমানা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

এমপির ভাইয়ের অবৈধ বিদ্যুৎ সংযোগ, ৩০ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রথম নিউজ,রাজশাহী: রাজশাহীর বাগমারায় ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রেজাউল হক নামের ওই ব্যক্তি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হকের ভাই এবং বাগমারা মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সোমবার (২২ আগস্ট) বিকালে এই জরিমানা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান রেজাউল হক দীর্ঘদিন ধরে অবৈধভাবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। তিনি বাড়ির সংযোগ থেকে অবৈধভাবে শিকদারী বাজারে তার কয়েকটি দোকান ঘরসহ ব্যাটারিচালিত অটো চার্জ কারখানায় বিদ্যুৎ ব্যবহার করছিলেন। নাটোর পল্লী বিদ্যুৎ বিভাগের বাগমারা জোনের কর্মকর্তারা বিষয়টি বন্ধে বারবার তাগিদ দিলেও ক্ষমতার দাপট দেখাতেন তিনি। পরে স্থানীয় লোকজন ঘটনাটি রাজশাহী জেলা প্রশাসককে অবহিত করেন। এমন অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করার জন্য জেলা প্রশাসক আব্দুল জলিলের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনার সত্যতা মেলায় রেজাউল হককে ৩০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে এমন অপরাধ থেকে বিরত থাকতে সাবধান করা হয়।

এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মিনারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন থেকে বিদ্যুৎ চুরি করে ইউপি চেয়ারম্যান রেজাউল হক ব্যবহার করে আসছিলেন। ঘটনাটি জেলা প্রশাসন জানার পর অভিযান চালিয়ে জরিমানা করে।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে না। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে তাকে জরিমানা করে সাবধান করা হয়েছে। বিদ্যুৎ আইন-২০১৮ অনুযায়ী এই অর্থদণ্ড আদায় করা হয়। এরপরে এমন অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom