ইরানের অস্ত্রবাহী নৌকা আটক করলো বৃটেন, বিপুল অস্ত্র উদ্ধার

এসব অস্ত্রের মধ্যে আছে এন্টি-ট্যাংক গাইডেড মিসাইলও। ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় এই অস্ত্র জব্দ করা হয়।

ইরানের অস্ত্রবাহী নৌকা আটক করলো বৃটেন, বিপুল অস্ত্র উদ্ধার
ইরানের অস্ত্রবাহী নৌকা আটক করলো বৃটেন, বিপুল অস্ত্র উদ্ধার

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ওমান উপসাগরে ইরানের বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে বৃটেনের নৌবাহিনী। এসব অস্ত্রের মধ্যে আছে এন্টি-ট্যাংক গাইডেড মিসাইলও। ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় এই অস্ত্র জব্দ করা হয়। বৃটেন জানিয়েছে, অন্ধকারের মধ্যে ইরান থেকে দক্ষিণ দিকে উচ্চ গতিতে যাচ্ছিল এই নৌকাটি। যুক্তরাষ্ট্রের একটি ড্রোন এই নৌকাটিকে প্রথম শনাক্ত করে। এরপর বৃটিশ একটি হেলিকপ্টার এর পিছু নেয়। 

জেরুজালেম পোস্ট জানিয়েছে, অস্ত্রবাহী নৌকাটি শেষ দিকে ইরানের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু তার আগেই এটিকে ধরে ফেলে বৃটিশ নৌবাহিনীর জাহাজ। বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ নিয়ে বলেন, আন্তর্জাতিক আইন রক্ষায় বৃটেনের প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে নৌবাহিনী। বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ইরানের এন্টি-ট্যাংক গাইডেড মিসাইল এবং মধ্য-পাল্লার ব্যালিস্টিক মিসাইল। বৃটেন জানিয়েছে, তারা এই জব্দের বিষয়টি জাতিসংঘকে জানিয়েছে। এর আগে গত বছর মোট দু’টি ইরানি অস্ত্রবাহী নৌকা আটক করেছিল বৃটেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: